বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর পুরস্কার বিতরণী পর্বে প্রতিক্রিয়া জানাতে নাজমুল হোসেন শান্ত হাজির হন। সবাইকে অবাক করে দিয়ে বাংলায় কথা বলে ওঠেন টাইগার অধিনায়ক। ম্যাচের প্রসঙ্গের আগে তার কন্ঠে উঠে এলো ছাত্র আন্দোলনে শহিদদের কথা। পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর পর তাদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন বাংলার কাপ্তান।
শান্ত বলেন, আমি শুরুতেই একটা কথা বলতে চাই। দলের সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেনে শহিদদের জন্য এই জয় উৎসর্গ করলাম।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় ৩২ শিশুসহ ৬৫০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।
গত ১৬ আগস্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ‘বাংলাদেশে সাম্প্রতিক আন্দোলন ও অস্থিরতার বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

