AB Bank
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুটবলকে বিদায় জানালেন জার্মানির ইলকাই গুনদোয়ান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪৩ পিএম, ২০ আগস্ট, ২০২৪
ফুটবলকে বিদায় জানালেন জার্মানির ইলকাই গুনদোয়ান

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়ে দিলেন ইলকাই গুনদোয়ান।  তারকা মিডফিল্ডার এ বছয় ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির নেতৃত্বে ছিলেন।জাতীয় দলের জার্সিতে গুনদোয়ান ৮২ ম্যাচে ১৯ গোল করেছেন। এমন এক সময় ৩৩ বর্ষী এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন, যখন তার বার্সেলোনায় থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অবসর দেয়া প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমার জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানার সময় এসেছে। দেশের হয়ে খেলা ৮২ আন্তর্জাতিক ম্যাচের দিকে আমি খুব গর্বের সঙ্গে ফিরে তাকাই। এটা এমন এক সংখ্যা, যা ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি।’

‘আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব হচ্ছে ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেওয়া। অনেক বছর পর অবশেষে আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি।’

এক বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেন গুনদোয়ান । স্প্যানিশ মিডিয়ার দাবি, ফুটবলারদের দলবদল শেষের আগেই তিনি কাতালান ক্লাবটি ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

তবে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, তিনি নিশ্চিত চলতি মৌসুমে তারকা মিডফিল্ডার এই ক্লাবের সঙ্গেই থাকবেন। ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএন একাধিক সূত্র জানিয়েছে, গুনদোয়ান উপযুক্ত সময় আসলে কথা বলবেন।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!