ইনজুরি টাইমে জাপানের কাছে দুই গোল হজম করে ব্রাজিল ২-১ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে জেনিফারের গোলে ব্রাজিল এগিয়ে গেলে ২০১২ অলিম্পিকের রৌপ্য পদক জয়ী জাপান টানা দ্বিতীয় পরাজয়ে প্রথম রাউন্ড থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।
কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। ৯২ মিনিটে অধিনায়ক সাকি কুমাগাই পেনাল্টি থেকে পার্ক ডি প্রিন্সেসে জাপানকে সমতায় ফেরান। চার মিনিট পর ১৯ বছর বয়সী বদলী খেলোয়াড় তানিকাওয়ার ৩০ মিটার থেকে দুর্দান্ত শটে জাপানের জয় নিশ্চিত হয়। এর আগে প্রথমার্ধে জাপানের মিনা তানাকা পেনাল্টির সুযোগ নষ্ট করেন।
এই জয়ে ২০০৪ ও ২০০৮ রৌপ্য পদক জয়ী ব্রাজিল ও জাপান দুই ম্যাচে সমান তিন পয়েন্ট করে সংগ্রহ করলো।
লিঁওতে গ্রুপ-এ’র ম্যাচে কলম্বিয়া ২-০ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

