ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া করেছে ইংল্যান্ড। ম্যাচটিতে ২-১ গোলে হেরেছে ইংলিশরা। এই হারের পর আবেগঘন বার্তা দিয়েছেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম।
গত আসরের মতো এবারও ইউরোর ফাইনালে একই পরিণত হলো ইংল্যান্ডের। তাই ভঙ্গুর হৃদয়ে এমন হারকে নিষ্ঠুরতার সঙ্গেই তুলনা করলেন বেলিংহ্যাম। যদিও ফাইনালে তিনি ছিলেন একদমই ছন্নছাড়া। পুরো ৯০ মিনিট খেলে খুব একটা জ্বলে উঠতে দেখা যায়নি। অবশ্য ইংল্যান্ডের সমতাসূচক গোলের অ্যাসিস্ট এসেছিল তার পা থেকে। কিন্তু শেষ মুহূর্তে গোল আদায়ের পর শিরোপায় চুমু আঁকে স্পেন।
বেলিংহ্যাম বলেন, ‘গত সপ্তাহে অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা। একে তো আজকাল এমন পাগলাটে সূচি এবং এরপর মৌসুম শেষ পর্যায়ে একটি শেষ টুর্নামেন্টের জন্য একত্রিত হওয়াটা শরীরের জন্য খুবই কঠিন এবং মানসিক ও শারীরিকভাবে তখন নিজেকে ক্লান্ত মনে হয়।’
তিনি আরো বলেন, ‘কিন্তু দেশের জন্য আমরা সবকিছু দিতে চেয়েছি এবং এভাবে হেরে যাওয়াটা সত্যিই নিষ্ঠুর। আমরা সম্ভবত আমাদের সেরাটা খেলিনি। তবে অবশ্যই ভালো কিছু মুহূর্ত ছিল যেখানে আমাদের মনে হয়েছে, আমরা খেলায় ফিরে এসেছি এবং এরপর শেষ মুহূর্তের গোলে অপ্রত্যাশিত ধাক্কা খাওয়াটা হৃদয়বিদারক।’
ইউরো জিতলে ব্যালন ডি’অর জেতার জন্য বড়সড় দাবি রাখতে পারতেন বেলিংহ্যাম। কিন্তু তা আর হলো কই! সেজন্য হয়তো নিজেকেই বেশি দুষছেন এই মিডফিল্ডার।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

