AB Bank
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিটিজেনরা ট্রেবল ধরে রাখতে পারবে না: গার্দিওলা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৫ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
সিটিজেনরা ট্রেবল ধরে রাখতে পারবে না: গার্দিওলা

গত মৌসুমে ট্রেবল জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। তাদের এমন কীর্তিতে পেছন থেকে বড় ভূমিকা পালন করেন পেপ গার্দিওলা। তবে এই মৌসুমে তারা ট্রেবল ধরে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বয়ং গার্দিওলা।গার্দিওলার কথায়, ‘এটি প্রায় ৯৯.৯৯ ভাগ নিশ্চিত যে, সিটি ট্রেবল শিরোপা ধরে রাখতে পারবে না।’

গত মৌসুমে ঘরোয়া লীগের সর্বোচ্চ আসর, ঘরোয়া কাপ এবং মহাদেশীয় কাপ (এক মৌসুমে তিন আসরের শিরোপা জেতাকে ট্রেবল বলা হয়) জিতেছিল ম্যানসিটি। যে কারণে এসব আসরে এবারও সিটি ফেবারিট। তবে এসব শিরোপা যে কতটা কঠিন, সেটি হয়তো কোচ আর খেলোয়াড়রাই ভালো বলতে পারবেন।

এসব বিবেচনা করেই গার্দিওলা জানিয়েছেন, এবারও সেই ট্রেবল ধরে রাখা তাদের জন্য খুবই কঠিন কাজ। তবে সিটির সামনে এবারও সুযোগ রয়েছে ট্রেবল জেতার। কারণ, আজ শনিবার রাতে ঘরোয়া খেলা ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। এই ম্যাচে জিতলে লিভারপুলকে নামিয়ে টেবিলের শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।

এরপর এই মাসেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলে রাউন্ডের খেলা আছে সিটির। এছাড়া এফএ কাপের পঞ্চম রাউন্ডের খেলায়ও উঠেছে তারা। সেই খেলাও এই মাসেই হবে। তবে কোচ গার্দিওলা নিশ্চিত নই যে, প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দল হিসেবে টানা দুইবার ট্রেবল জিততে পারবে সিটি।

গার্দিওলা শুক্রবার একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি একটি রূপকথা, এটি তার চেয়েও জটিল। এভারটনকে হারানোর চেষ্টা করছি এবং পরে দেখব কি হয়। আমাদের ৯৯.৯৯ ভাগ সম্ভাবনা রয়েছে যে আমরা ট্রেবল জিততে যাচ্ছি না। কারণ পর্যন্ত কেউ এটি করতে পারেনি। যদি এটা সহজ হতো, তাহলে সেই সময়ের ম্যানচেস্টার ইউনাইটেডই সেটা আবার করতো। এটা সহজ নয়।’

তিনি আরো বলেন, ‘এই কাজে সবকিছুই খুব কঠিন। অতীতে আমরা যা করেছি তা কিছুর নিশ্চয়তা দেয় না। শেষ পর্যন্ত সেখানে থাকার জন্য আপনাকে তিন দিন পরপরই আবার সব কিছু করতে হবে। আশা করি, আমরা মার্চ এবং এপ্রিলে একই ভাবনা নিয়ে আসবো। মে মাসে শিরোপা লড়াইয়ের জন্য খেলবো, এটাই লক্ষ্য।’

 

একুশে সংবাদ/এস কে 

Link copied!