AB Bank
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ডজবল ভবিষ্যতে একটি সাড়াজাগানো খেলা হবে’ : রায়হান উদ্দিন ফকির


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৪৮ এএম, ৭ ডিসেম্বর, ২০২৩
‘ডজবল ভবিষ্যতে একটি সাড়াজাগানো খেলা হবে’ : রায়হান উদ্দিন ফকির

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গতকাল ৬ ডিসেম্বর বুধবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় ডজবল প্রতিযোগিতা-২০২৩।’ পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে দুই বিভাগে ১২টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা চলবে আগামী শনিবার পর্যন্ত। উদ্বোধনী দিনে নারী বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার। পুরুষ বিভাগেও যথারীতি সার্ভিসেস দল দুটি জয় পেয়েছে। নারী বিভাগের খেলায় পুলিশ ০৩-০০ পয়েন্টে হারায় পরাণ মকদুমকে। আর আনসার ০৪-০০ পয়েন্টে হারায় মা মনি স্পোর্টিং ক্লাবকে। এদিকে পুরুষ বিভাগে পুলিশ ০৪-০২ পয়েন্টে হারায় পরাণ মকদুমকে। আর আনসার ০৬-০১ পয়েন্টে হারায় মা মনি স্পোর্টিং ক্লাবকে। ওয়ালটন চতুর্থ জাতীয় ডজবল প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিয়েছে। তার মধ্যে নারী বিভাগে চারটি ও পুরুষ বিভাগে ৮টি। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

ক্রীড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাফল্য ঈর্ষানীয়। যে কোনো ইভেন্টেই এ সংস্থার খেলোয়াড়রা সাফল্যের পদচিহ্ন এঁকে চলেছেন প্রতিনিয়ত। চতুর্থ জাতীয় ডজবল প্রতিযোগিতাতেও আনসারের খেলোয়াড়রা ভালো করবেন বলে বিশ্বাস সংস্থাটির সহকারী পরিচালক রায়হানউদ্দিন ফকিরের। একই সঙ্গে রায়হানউদ্দিন আবার ডজবল অ্যাসোসিয়েশিনেরও সাধারণ সম্পাদক। কাল চতুর্থ জাতীয় ডজবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রায়হানউদ্দিন ফকির বলেন, ‘৬১ লক্ষাধিক সদস্য-সদস্যা রয়েছেন আনসারের। আমাদের মহাপরিচালক মহোদয় সব সময়ই ক্রীড়াক্ষেত্রে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সেই সঙ্গে বাংলাদেশে যতগুলি ক্রীড়া ইভেন্ট রয়েছে (পুরুষ ক্রিকেট দলবাদে) সেখানে স্বতঃস্ফূর্তভাবে আনসার অংশ নিয়ে থাকে। শুধু অংশগ্রহণই করে না। বেশিরভাগ ইভেন্টে আমরা হয় চ্যাম্পিয়ন নতুবা রানার্স আপ হয়ে থাকি। টানা পাঁচবার আমরা বাংলাদেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেছি।’

রায়হানউদ্দিন ফকির আরো বলেন, ‘আমাদের বছরব্যাপী প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলমান থাকে। বছরে আমরা বৃহৎ পরিসরে তৃণমূলে দুটি প্রতিভা অন্বেষণ ক্যাম্প করি। ৩৩০জন করে মোট ৬৬০ জন খেলোয়াড় এ দুটি ক্যাম্পে অংশ নেন। সেখান থেকে আমরা বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় বাছাই কার্যক্রম করে থাকি। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যন্ত অঞ্চল থেকে ভালোমানের প্লেয়ার তৈরি করে আনার ক্ষেত্রে আনসারের ভূমিকা অনস্বীকার্য।’ ডজবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরো যোগ করেন, ‘ডজবল একটি ইনজুরিমুক্ত খেলা। এই খেলাটির প্রচার এবং প্রসারের জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা ভালোভাবেই আমাদের আহবানে সাড়া দিয়েছেন। আমি আশা করছি ডজবল ক্রীড়াঙ্গনে একটি সাড়াজাগানো খেলা হবে এবং ভবিষ্যতে এর ফল ভালো হবে বলে আমার দৃঢ়বিশ্বাস।’

চতুর্থ জাতীয় ডজবল প্রতিযোগিতা মাঠে গড়ানোর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়াউল হাসান, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার ও আজম আলী খানসহ অন্যান্যরা। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। ইভেন্ট পার্টনার মার্সেল। অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।


একুশে সংবাদ/এস কে

Link copied!