AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীর্ষস্থান ধরে রাখার মিশনে আজ মাঠে নামছে রিয়াল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২০ পিএম, ২ ডিসেম্বর, ২০২৩

শীর্ষস্থান ধরে রাখার মিশনে আজ মাঠে নামছে রিয়াল

লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার মিশনে রাতে গ্রানাদার মোকাবিলায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২ ডিসেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। অন্যদিকে বুন্দেসলিগায়া ইউনিয়ন বার্লিনের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ম্যাচটি মাঠে গড়াবে রাত সাড়ে ৮টায়।

চ্যাম্পিয়ন্স লিগে বিরতি কাটিয়ে আবারো লিগ ম্যাচে ব্যস্ত হচ্ছে ইউরোপিয়ান ক্লাবগুলো। লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার মিশনে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ গ্রানাদা। আর ম্যাচটাও নিজেদের মাঠে। তাই জয়টা কঠিন হওয়ার কথা নয় মাদ্রিদিস্তাদের।

গেল ৮ ম্যাচ ধরে অপরাজিত রিয়াল মাদ্রিদ। অজেয় ধারা ধরে রাখার মিশনে লুকা মদ্রিচ, রদ্রিগোকে পাচ্ছে না আনচেলত্তি। তাছাড়া ভিনিসিয়ুস, কামাভিঙ্গা, কেপা, মিলিতাও, কর্তোয়াদের ইনজুরির কোনো উন্নতি হয়নি।

ইনজুরি সমস্যার পরও জয়ের ধারায় রয়েছে দল। জুড বেলিংহ্যাম এখন পর্যন্ত মাদ্রিদ জার্সিতে গোল করেছেন ১৫টি। প্রতিপক্ষের বিবেচনায় এই ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ আনচেলত্তি। ভাজকোয়েজ, নাচো, হোসেলুরা থাকতে পারেন শুরুর একাদশে।

তাছাড়া আলাবা, মেন্দি, ভালভার্দে, ক্রুসরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গ্রানাদার রক্ষণকে। সান্তিয়াগো বার্নাব্যুতে একটা জমজমাট ম্যাচ অপেক্ষা করছে সমর্থকদের জন্য।

এদিকে বুন্দেসলিগায় দুর্বল ইউনিয়ন বার্লিনের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। গেল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জয় বঞ্চিত হয়েছে বাভারিয়ানরা। হারিয়েছে লিগ টেবিলে শীর্ষস্থানও। তবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচটা কঠিন হওয়ার কথা নয়। তাছাড়া ঘরের মাটিতে লিগ ম্যাচে টানা ৬ টি জয় রয়েছে তাদের।

লম্বা একটা ইনজুরি লিস্ট বায়ার্ন শিবিরে। জামাল মুসিয়ালা, তারেক বুচম্যান, চুপো মটিন, ডি লিটরা থাকবেন সাইড লাইনে। বনুচ্চি ফিরতে পারেন এই ম্যাচ দিয়ে। সব কিছু ছাপিয়ে ঘরের মাঠে ইউনিয়ন বার্লিনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কান, সানে, মুলার, কোম্যানরা। এখন দেখার বিষয় অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কতটা সহজে জয় পায় বায়ার্ন মিউনিখ।
 

একুশে সংবাদ/এস কে

Shwapno
Link copied!