AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে জামিনের নামে প্রতারণা, আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তি গ্রেপ্তার



মৌলভীবাজারে জামিনের নামে প্রতারণা, আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তি গ্রেপ্তার

মৌলভীবাজারে আসামিকে জামিনে মুক্তির প্রলোভন দেখিয়ে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে বড়লেখা উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মঙ্গলবার (২ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।

পুলিশ জানায়, জেলার কুলাউড়া উপজেলার নজরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাই রুহুল আমিন একাধিক মামলার আসামি হয়ে কারাগারে ছিলেন। এই সুযোগে বড়লেখার পানিধারা এলাকার বাসিন্দা ফারুক আহমদ নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে দাবি করেন, তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জামিনের ব্যবস্থা করে দিতে পারবেন।

ভুক্তভোগী নজরুল ইসলামের ভাষ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ কুলাউড়া পৌরসভার নূরজাহান রেস্টুরেন্টে সাক্ষীদের উপস্থিতিতে এক চুক্তিনামা সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দিনের মধ্যে জামিন না হলে ২ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিতে হবে। এই চুক্তির ভিত্তিতে ভুক্তভোগী পূবালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে টাকা জমা দেন। তবে নির্ধারিত সময় পার হলেও জামিনের কোনো ব্যবস্থা না হওয়ায় ফারুক আহমদের সঙ্গে যোগাযোগ করলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, একইভাবে ফারুক আহমদ ভুক্তভোগীর এক পরিচিত ব্যক্তিকে বিদেশে পাঠানোর কথা বলে নগদ ৩০ হাজার টাকাসহ মোট প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে শেষমেশ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, “টাকার বিনিময়ে জামিন করিয়ে দেওয়ার নামে প্রতারণা করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এটি শুধু আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য নয়, বরং এতে সাধারণ মানুষের পুলিশ ও বিচার বিভাগের ওপর বিশ্বাস মারাত্মকভাবে ভেঙে পড়ে। কেউ যদি আদালতের প্রক্রিয়ার বাইরে গিয়ে অর্থ গ্রহণ করে জামিনের আশ্বাস দেয়, তা সরাসরি প্রতারণার শামিল।”

ঘটনার বিষয়ে কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!