AB Bank
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের লক্ষ্য সিরিজ জয়,অস্ট্রেলিয়ার সমতা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩০ পিএম, ৩০ নভেম্বর, ২০২৩
ভারতের লক্ষ্য সিরিজ জয়,অস্ট্রেলিয়ার সমতা

২-১ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। চতুর্থ টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয়টিতে দুর্দান্ত জয়ের ঘুড়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে সমতা আনা লক্ষ্য অসিদের। রায়পুরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি।

বিশাখাপতœমে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটে জয় পায় ভারত। অস্ট্রেলিয়ার ২০৮ রানের জবাবে ১ বল বাকী রেখে জয়ের স্বাদ নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচেও দু’শর বেশি স্কোর গড়ে ভারত। ৪ উইকেটে ২৩৫ রান তুলে ৪৪ রানে ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নামে ভারত। ঋুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ম্যাচ জয়ের পথও তৈরি করে ফেলে টিম ইন্ডিয়া। ৩ উইকেটে ২২২ রানের সংগ্রহ পায় ভারত। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য সেঞ্চুরিতে শেষ বলে ম্যাচ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৪৮ বলে অনবদ্য ১০৪ রান করেন ম্যাক্সওয়েল।

সিরিজের তৃতীয় ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচেই সিরিজে সমতা লক্ষ্য অসিদের। দলের অধিনায়ক ম্যাথু ওয়েড বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারলেও, আমরা হাল ছাড়িনি। তৃতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ম্যাক্সওয়েল অসাধারন ইনিংস খেলেছে। ঐ জয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। জয়ের ধারা অব্যাহত রেখে চতুর্থ ম্যাচেও জয় পেকে আমরা আত্মবিশ্বাসী । ’

এ দিকে, তৃতীয় ম্যাচের হারকে ভুলে গিয়ে নতুনভাবে শুরু করতে চান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, ‘তৃতীয় ম্যাচে আমাদের বোলিং ভালো হয়নি। বোলারদের আরও উন্নতি করতে হবে। বোলাররা ভালো করলেই আমরা ম্যাচ জিততে পারবো। চতুর্থ ম্যাচে নতুনভাবে শুরু করে সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা।’

সিরিজের প্রথম তিন ম্যাচে বিশ্রামে ছিলেন ব্যাটার শ্রেয়াস আইয়ার। চতুর্থ ম্যাচ থেকে দলে ফিরছেন তিনি। এছাড়াও দলে ফিরেছেন পেসার মুকেশ কুমার। বিয়ের জন্য তৃতীয় ম্যাচে ছুটি নিয়েছিলেন প্রথম দুই ম্যাচে ১ উইকেট নেওয়া মুকেশ।

এদিকে, ইনজুরি থেকে সুস্থ হয়ে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ১১ মাস পর জাতীয় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার দীপক চাহার। ২০১৮ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ২৪ ম্যাচে ২৯ উইকেট শিকার করেছেন তিনি।

তৃতীয় ম্যাচ খেলে দেশে ফিরে যাবার কথা রয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, জশ ইংলিস এবং শন অ্যাবটের।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২৯বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। জয়ের দিক দিয়ে এগিয়ে ভারত। ১৭টিতে জিতেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার জয় ১১টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান, যশ^সী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, দীপক চাহার, শিবম দুবে, রবি বিষ্ণই, আর্শদিপ সিং, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার।

অস্ট্রেলিয়া দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, তানভির সাংহা, ম্যাট শর্ট, কেন রিচার্ডসন, অ্যারন হার্ডি, জশ ফিলিপ, বেন ম্যাকডারমট, বেন ডোয়ার্শিস ও ক্রিস গ্রিন।

একুশে সংবাদ/এস কে  

Link copied!