বিশ্বকাপের ১৪তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলংকা ক্রিকেট দল। সেখানে আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অজিদের বোলিং তোপে মাত্র ৪৩.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২০৯ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২১০ রান।
এই টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। এ সময় তিনি করেন ৬ বলে ১১ রান।এর পর ফিরে যান স্মিথ।
দলীয় ৩.১ ওভারের দিলশান মাদুশঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটে যান ওয়ার্নার। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.১ ওভারে এক উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। পিচে মিচেল মার্শ ৩৬ও লাবুশানে ৭ রানে ব্যাট করছেন।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

