হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। একের পর এক ম্যাচ হেরে নিজেদের চেনা ছন্দই যেন হারিয়ে ফেলেছে ফরাসি ক্লাবটি। এবার ঘরের মাঠে লঁরিয়ের কাছে লজ্জার হারের স্বাদ পেলেন মেসি-এমবাপ্পেরা।
রোববার রাতে পার্ক দ্য প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে লঁরিয়ের মুখোমুখি হয় পিএসজি। এ ম্যাচে সফরকারীদের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে ফরাসি ক্লাবটি।
এদিন ম্যাচের শুরু থেকেই ছন্দহীন ফুটবল খেলছিল মেসিরা। এ সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে প্রতিপক্ষরা।ম্যাচের ১৫তম মিনিটেই লঁরিয়েকে এগিয়ে নেন ফরাসি ফুটবলার এঞ্জো লে ফী। পিছিয়ে থাকা পিএসজি ২০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। কেননা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আশরাফ হাকিমি। ফলে বাকিটা সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
তবে ২৯তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতা আনে বর্তমান চ্যাম্পিয়নরা। লঁরিয়ের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। এমবাপ্পেকে একজন ফেলে দিলেও ফাউলের বাঁশি বাজাননি রেফারি, নির্দেশ দেন খেলা চালিয়ে যাওয়ার। গোলরক্ষক সেটি খেয়াল না করে বল ছুড়ে দেন একটু সামনেই। সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে বল জালে পাঠিয়ে পিএসজিকে সমতায় ফেরান ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ তারকা।
অবশ্য সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ৩৯তম মিনিটে লঁরিয়ের ব্যবধান দ্বিগুণ করেন দারলিন ইয়ংওয়া। বিরতির পর ৮৮তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন দাইয়েং।
লঁরিয়ের বিপক্ষে হার নিয়ে সবশেষ ছয় ম্যাচে তিনটিতে হারল ক্রিস্তেফ গালতিয়ের শিষ্যরা। হারের পরও অবশ্য লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষেই আছে পিএসজি। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।
একুশে সংবাদ.কম/সম