AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা ষষ্ঠ জয়ে শীর্ষে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৩ পিএম, ১ এপ্রিল, ২০২৩
টানা ষষ্ঠ জয়ে শীর্ষে  মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ

টানা ষষ্ঠ জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ।

 

আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৬ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো লিজেন্ডস অব রূপগঞ্জ। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে গাজী। 

 

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।  পেসার আল আমিন হোসেনের বোলিং তোপে ১৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে গাজী।

 

শুরুর ধাক্কা সামলে দলকে লড়াইয়ে ফেরান ভারতের রবি তেজা ও মাহমুদুল হাসান। ৫৫ রানে আউট হন মাহমুদুল। সেঞ্চুরির দেখা পান তেজা। ৮টি চার ও ২টি ছক্কায় ১১১ বলে ১০৩ রান করেন তিনি। ৪৮ দশমিক ১ ওভারে ২৭৭ রানে গুটিয়ে যায় গাজী। ৫৭ রানে ৫ উইকেট নেন লিজেন্ডস অব রূপগঞ্জের আল-আমিন।

 

২৭৮ রানের টার্গেটে দুই ওপেনার বড় ইনিংস খেলতে না পারলেও, মিডল অর্ডারে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ১৪ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। সাব্বির রহমান ৭৪ বলে ৬৬, ইরফান শুক্কুর ৯৭ বলে অপরাজিত ৭৭ ও ভারতের চিরাগ জানি ৫২ বলে ৬৮ রান করেন।

 

দিনের আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে প্রাইম ব্যাংক। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট রূপগঞ্জের।

 

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেটে ৩৩২ রানের বড় সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। ইয়াসির আলি ৮টি চার ও ৪টি ছক্কায় ৭১ বলে ৯৬ রান করেন। ৪৮ বলে ৫৩ রান করেন নাসির হোসেন। রূপগঞ্জের আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন।

 

৩৩৩ রানের টার্গেটে মোমিনুল হকের লড়াইয়ের পরও ৪০ দশমিক ৫ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন মোমিনুল।

একুশে সংবাদ/সম