AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউরো ২০২৪ বাছাইপর্বের সুচি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২৩ পিএম, ২২ মার্চ, ২০২৩

ইউরো ২০২৪ বাছাইপর্বের সুচি

আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইউরো বাছাইপর্বের ম্যাচ। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ইউরোপের দেশগুলো প্রতিদ্বন্দিতা  করবে বাছাইপর্বে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দেশ আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোর চুড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। 

সুচি:

বৃহস্পতিবার (২৩ মার্চ):

গ্রুপ সি: ইতালি বনাম ইংল্যান্ড, উত্তর মেসিডোনিয়া বনাম মাল্টা।

গ্রুপ এইচ: কাজাখস্তান বনাম স্লোভানিয়া, ডেনমার্ক বনাম ফিনল্যান্ড, সান মারিনো বনাম উত্তর আয়ারল্যান্ড।

গ্রুপ জে: পর্তুগাল বনাম লিচেনস্টেইন, স্লোভাকিয়া বনাম লুক্সেমবার্গ, বসনিয়া এন্ড হার্জেগোভিনা বনাম আইসল্যান্ড।

শুক্রবার (২৪ মার্চ):

গ্রুপবি: ফ্রান্স বনাম নেদারল্যান্ডস, জিব্রাল্টার বনাম গ্রীস।

গ্রুপ ই: চেক প্রজাতন্ত্র বনাম পোল্যান্ড, মলদোভা বনাম ইসল্যান্ড।

গ্রুপএফ: সুইডেন বনাম বেলজিয়াম, অস্ট্রিয়া বনাম আজারবাইজান।

গ্রুপজি: বুলগেরিয়া বনাম মন্টেনেগ্রো, সার্বিয়া বনাম লিথুয়ানিয়া।

শনিবার (২৫ মার্চ):

গ্রুপ এ: স্কল্যান্ড বনাম সাইপ্রাস, স্পেন বনাম নরওয়ে।

গ্রুপ ডি: আরমেনিয়া বনাম তুর্কিয়ে, ক্রোয়েশিয়া বনাম ওয়েলস।

গ্রুপ আই: বেলারুশ বনাম সুইজারল্যান্ড, ইসরাইল বনাম কসভো, এন্ডোরা বনাম রোমানিয়া।

রোববার (২৬ মার্চ):

গ্রুপসি: ইংল্যান্ড বনাম ইউক্রেন, মাল্টা বনাম ইতালি।

গ্রুপএইচ: কাজাখস্তান বনাম ডেনমার্ক, স্লোভানিয়া বনাম সান মারিনো, উত্তর আয়ারল্যান্ড বনাম ফিনল্যান্ড।

গ্রুপজে: লিচেনস্টেইন বনাম আইসল্যান্ড, স্লোভাকিয়া বনাম বসনিয়া এন্ড হার্জেগোভিনা, লুক্সেমবার্গ বনাম পর্তুগাল।

সোমবার (২৭ মার্চ):

গ্রুপ বি: নেদারল্যান্ডস বনাম জিব্রাল্টার, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র বনাম ফ্রান্স।

গ্রুপ ই: পোল্যান্ড বনাম আলবেনিয়া, মলদোভা বনাম চেক প্রজাতন্ত্র।

গ্রুপএফ: সুইডেন বনাম আজারবাইজান, অস্ট্রিয়া বনাম এস্তনিয়া।

গ্রুপ জি: হাঙ্গেরি বনাম বুলগেরিয়া, মন্টেনেগ্রো বনাম সার্বিয়া।

মঙ্গলবার (২৮ মার্চ):

গ্রুপএ: জর্জিয়া বনাম নরওয়ে, স্কটল্যান্ড বনাম স্পেন।

গ্রুপ ডি: তুর্কিয়ে বনাম ক্রোয়েশিয়া, ওয়েলস বনাম লাটভিয়া।

গ্রুপ আই: সুইজারল্যান্ড বনাম ইসরাইল, রোমানিয়া বনাম বেলারুশ, কসভো বনাম এন্ডোরা।

একুশে সংবাদ/সম

Shwapno
Link copied!