ঢাকা বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে : তুহিন তরফদার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৯ পিএম, ১৮ মার্চ, ২০২৩
আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে : তুহিন তরফদার

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা ৫ ম্যাচ জিতেছে স্বাগতিক বাংলাদেশ। টানা ৪ জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত ছিল তুহিন তরফদারের দলের। আজ শনিবার গ্রুপপর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন (এ-গ্রুপ) নিশ্চিত করেছে দলটি। 

 

গ্রুপের অন্যতম শক্ত প্রতিপক্ষ ইরাককে হারাতে পেরে দারুণ খুশি বাংলাদেশের অধিনায়ক এবং ম্যাচসেরা তুহিন তরফতদার। ম্যাচ শেষে তুহিন বলেন,‘আমরা ভালো খেলে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছি। খুব ভালো খেলছে আমাদের প্লেয়াররা। গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে আমরা দলের প্রত্যেককে ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছি। আজকে ইরাকের বিরুদ্ধে আমাদের টিম কম্বিনেশন ভালো ছিল; ম্যাচে কিছু ভুলত্রুটিও ছিল। ভুলত্রুটি নিয়ে পরবর্তীতে আমরা সেমিফাইনাল ম্যাচের আগে শুধরে নেয়ার চেষ্টা করব। ভুল যাতে না হয় সেজন্য কাজ করব।’


সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ না হলেও এখনই সেমিফাইনাল ভাবনা ঝেঁকে বসেছে তুহিনের মনে। এ ব্যাপারে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ কে হলো সেটা এখনো নিশ্চিত হয়নি। তবে গ্রুপপর্বে এক ম্যাচ হারলেও তেমন কোনো ক্ষতি ছিল না। কিন্তু সেমিফাইনালে সেই সুযোগ নেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে। সেখানেই হারলেই বিদায়। আমরা চাই সেমিফাইনালে জিতে ফাইনালে উত্তীর্ণ হয়ে ট্রফি জিততে এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে।’ 

 

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দুজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছিলেন। ইরাকের ম্যাচে আজ তারা মাঠে নামতে পারেননি। তবে স্বস্তির খবর ইনজুরির কারণে ৪ ম্যাচ মাঠের বাইরে থাকা সিনিয়র খেলোয়াড় আরদুজ্জামান দলে ফিরেছেন। এ বিষয়ে বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার বলেন, ইনজুরি আক্রান্ত আমাদের দুজন খেলোয়াড় এখনো সুস্থ হয়নি। আশাকরি তারা সুস্থ হয়ে যাবেন। তবে স্বস্তির খবর সিনিয়র খেলোয়াড় আরদুজ্জামান দলে ফিরেছেন। আজ তিনি দারুণ খেলেছেন। সে ফেরায় দলে শক্তি বৃদ্ধি পেয়েছে।’ 


এদিকে টানা তিন ম্যাচ জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে এসে হারের মুখ দেখল ইরাক। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর ইরাকের অধিনায়ক আলী সারি জানান, ‘বাংলাদেশ শক্তিশালী দল। হেরে খারাপ লাগছে। তবে আমাদের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল ইংল্যান্ডকে হারালে আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আমরা ইংল্যান্ডের বিপক্ষে জেতার সর্বোচ্চ চেষ্টা করব।’

 

একুশে সংবাদ/সম