AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড্র করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৮ পিএম, ১৩ মার্চ, ২০২৩
ড্র করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত

আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতলো  স্বাগতিক ভারত। প্রথম দুই টেস্ট ভারত ও তৃতীয় টেস্টে জয় পেয়েছিলো অস্ট্রেলিয়া।

 

এই সিরিজ দিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিপাক্ষীক লড়াই শেষ করলো ভারত ও অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবার সুবাদে আগামী ৭ জুন  ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দল দু’টি।

 

প্রথম ইনিংসে ৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩ রান করেছিলো অস্ট্রেলিয়া। ১০ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে পিছিয়ে ছিলো অসিরা।

 

পঞ্চম দিন পঞ্চম ওভারে অস্ট্রেলিয়ার নাইটওয়াচম্যান ওপেনার ম্যাথু কুনেমানকে ৬ রানে থামান  স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

 

দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন আরেক ওপেনার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। ভারতের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলে ২৯২ বলে ১৩৯ রান যোগ করেন হেড ও লাবুশেন। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন।

 

হাফ-সেঞ্চুরির পর  নার্ভাস নব্বইতে হেডকে হতাশ করেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। ১০টি চার ও ২টি ছক্কায় ১৬৩ বলে ৯০ রান করেন হেড।

 

এরপর স্টিভেন স্মিথকে নিয়ে দলের রান ১৭৫এ নিয়ে যান লাবুশেন। ৭৯তম ওভারের প্রথম ডেলিভারির পর ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। তখন ৮ উইকেট হাতে নিয়ে ৮৪ রানে এগিয়ে ছিলো অসিরা। অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষনার পর ম্যাচটি ড্র মেনে নেয় ভারত।

 

লাবুশেন ৬৩ ও স্মিথ ১০ রানে অপরাজিত ছিলেন। ভারতের অশ্বিন-প্যাটেল ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ ও ভারত ৫৭১ রান করেছিলো।

 

প্রথম ইনিংসে ১৮৬ রানের নান্দনিক ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি। যুগ্মভাবে সিরিজ সেরা হয়েছেন ভারতের অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

 

আগামী ১৭ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও অস্ট্রেলিয়া।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৪:৫২ পিএম, ২৬ মার্চ, ২০২৩ দেশেই সব ক্রিকেটারের প্রথম প্রাধান্য হওয়া উচিত: আইপিএল প্রসঙ্গে হাথুরুসিংহে
  2. ০৭:২৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ কালই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ
  3. ০৭:১৫ পিএম, ১৯ মার্চ, ২০২৩ আবাহনীর জয়রথ সচল রেখেছেন বিজয়
  4. ০৬:৩৫ পিএম, ১৯ মার্চ, ২০২৩ স্টার্কের আগুন ঝড়ানো বোলিংয়ে লজ্জার হার ভারতের
  5. ০৩:২০ পিএম, ১৯ মার্চ, ২০২৩ ফলো-অনে পড়ে লড়ছে শ্রীলংকা
  6. ০৩:১৬ পিএম, ১৯ মার্চ, ২০২৩ হোপের সেঞ্চুরিতে জয় ওয়েস্ট ইন্ডিজের
  7. ১০:৪৭ পিএম, ১৪ মার্চ, ২০২৩ ইংল্যান্ডকে বাংলাওয়াশ, পুরস্কার পাচ্ছে সাকিব বাহিনী
  8. ০২:৩১ পিএম, ১৪ মার্চ, ২০২৩ টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
  9. ০৮:১৮ পিএম, ১৩ মার্চ, ২০২৩ অন্যদের পরীক্ষা করতেই মাহমুদুল্লাহকে বিশ্রাম দেয়া হয়েছে
  10. ০৭:২৩ পিএম, ১৩ মার্চ, ২০২৩ এবার টাইগারদের মিশন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ
  11. ০৬:৪১ পিএম, ১৩ মার্চ, ২০২৩ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাবরের বিশ্রাম
  12. ০৬:৩৮ পিএম, ১৩ মার্চ, ২০২৩ ড্র করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ভারত
  13. ০৬:৩৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩ ফেব্রুয়ারির সেরা ব্রুক ও অ্যাশ
  14. ০৪:২১ পিএম, ১৩ মার্চ, ২০২৩ উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলংকার হার, ফাইনালে ভারত
Link copied!