ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন টম হ্যারিসন। সাত বছরেরও বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে সংগঠন ছাড়বেন হ্যারিসন।
হ্যারিসনের এমন ঘোষণায় নতুন সিইও খোঁজার কাজ শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আপাতত ইংল্যান্ড মহিলা দলের ম্যানেজিং ডিরেক্টর ক্লেয়ার কনরকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দেখা যেতে পারে। এমনটাই জানিয়েছে ইসিবি।
২০১৫ সালের জানুয়ারিতে সিইও হিসেবে দায়িত্ব নেন হ্যারিসন। এরপর থেকে ইংল্যান্ড ক্রিকেটের বিস্তারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন তিনি। তবে করোনায় আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার নেতৃত্বাধীন বোর্ড। এখন অবশ্য সেই চ্যালেঞ্জ সফলভাবেই কাটিয়ে উঠেন তিনি।
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হ্যারিসন বলেন, ‘গত সাত বছর ধরে ইসিবির সিইও’র দায়িত্বে থাকাটা অনেক বড় সম্মানের। আমার দায়িত্ব ছিল ক্রিকেটকে ইংল্যান্ডের সর্বত্র ছড়িয়ে দেয়া। আমি এই ভূমিকায় সবকিছুই সফলভাবে সম্পন্ন করেছি। এই কাজটি চালিয়ে যাওয়ার জন্য নতুন শক্তি আনার এখনই সঠিক সময়।’
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

