AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন


Ekushey Sangbad
সুমাইয়া নূর প্রভা ,স্টাফ রিপোর্টার
০৬:২৮ পিএম, ২৮ অক্টোবর, ২০২৫

সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ) সকালে কলেজ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

“এসো হে নবীন আলোর মিছিলে”—এই শ্লোগানকে ধারণ করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নতুনদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেন। নবীনবরণ উদযাপন কমিটির আহ্বায়ক কর্মকার তাপস কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।

নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, প্রভাষক ড. কবির উদ্দিন আহম্মেদ, একাদশ শ্রেণি ভর্তি কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী ও সাধারণ সম্পাদক মহসিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মাহাবুব হাসান বাবর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, “যে কোনো মূল্যে আমি এই কলেজের পরীক্ষার রেজাল্ট উন্নত রাখতে চাই, কলেজকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চাই। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, ভালো রেজাল্ট করতে হলে নিয়মিত ক্লাসে আসা জরুরি। ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করলে ভালো রেজাল্ট করা সম্ভব।” তিনি কলেজের বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সোহাগ এন্ড স্বপ্নীল ব্যান্ডের পরিবেশনায় ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে বর্ষা আচল, শিমু, জেমস সোহাগসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন।

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নবীন শিক্ষার্থীদের আনন্দ, উচ্ছ্বাস ও নতুন স্বপ্নের প্রতিশ্রুতি, যা কলেজের শিক্ষাবান্ধব পরিবেশে একটি নতুন মাত্রা যোগ করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!