AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় বস্তাবন্দি ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার



মান্দায় বস্তাবন্দি ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লা (৫২) নামে এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দি করে বিলের কাঁদা-পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার চকগৌরাং বিল থেকে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড়ের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আব্দুল আজিজ মোল্লা উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লা মোল্লার ছেলে। তিনি জানান, বাবার মৃত্যুর পর থেকে সৎ ভাই নাসির উদ্দিন গংয়ের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, “আমি এর সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।”

অন্যদিকে, অভিযুক্ত নাসির উদ্দিন গংকে স্থানীয়রা তাদের নিজ বাড়ি থেকে আটক করে থানায় খবর দেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!