ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০২৬ সাল থেকে সরকার কঠোরভাবে হজযাত্রীদের শারীরিক সক্ষমতা যাচাই করবে এবং গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, “এজেন্সিগুলো হাবের সঙ্গে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস নিশ্চিত না করলে হজে নেওয়া হবে না।”
বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ মেলা’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “ভাড়া কমাতে বিমানের সঙ্গে আলোচনা করা হবে।” একইসঙ্গে তিনি হজ ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। “মন্ত্রণালয়ের কেউ যদি হজ বা ওমরাহ নিয়ে এক টাকাও ঘুষ নেয়, আমরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব,” মন্তব্য করেন তিনি।
এছাড়া নিষ্ক্রিয় ও অনিয়মে জড়িত হজ এজেন্সিগুলোকে তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনার কথাও জানান ধর্ম উপদেষ্টা। তাঁর মতে, কিছু এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তি হজ ব্যবস্থাপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন, যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ইন.ট/এ.জে