AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদিতে পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ হজযাত্রী, মৃতের সংখ্যা বেড়ে ৬


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৬ পিএম, ১২ মে, ২০২৫

সৌদিতে পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ হজযাত্রী, মৃতের সংখ্যা বেড়ে ৬

চলতি বছরের হজ পালনে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ জন হজযাত্রী। এদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ অফিস।

সোমবার (১১ মে) হজ বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত ৯৬টি ফ্লাইটে এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৮৫০ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১২ হাজার ৯৬২ জন এবং ফ্লাইনাসের ১৬টি ফ্লাইটে গেছেন ৬ হাজার ৭৫৮ জন।

হজে যাওয়া যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৬ জন।

এ পর্যন্ত ৬ জন হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী।

গত ২৯ এপ্রিল ৩৯৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। এই ফ্লাইটের মাধ্যমে শুরু হয় চলতি বছরের হজ কার্যক্রম, যা চলবে ৩১ মে পর্যন্ত।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি যাবেন। তাদের মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, শেষ হবে ১০ জুলাই।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Shwapno
Link copied!