চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ১১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৯২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছান। হজ কার্যক্রমের অংশ হিসেবে এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২,৫৫১ জন রয়েছেন।
৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৫টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট।
বাংলাদেশ হজ অফিস ঢাকা, এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও সৌদি হজ মিশনের তথ্য বিশ্লেষণ করে শনিবার (১০ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
মোট ইস্যুকৃত ভিসা ৮৫,৫১৩টি
চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য মোট ৮৫ হাজার ৫১৩টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে ৫,২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হজ যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত ৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে ৯ মে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭৩ বছর বয়সী হাফেজ উদ্দিন মৃত্যুবরণ করেন।
ফ্লাইট ও হজের সময়সূচি
হজ ফ্লাইট শুরু: ২৯ এপ্রিল
হজ ফ্লাইট শেষ: ৩১ মে
প্রথম ফিরতি ফ্লাইট: ১০ জুন
শেষ ফিরতি ফ্লাইট: ১০ জুলাই
সম্ভাব্য হজের তারিখ: ৫ জুন (সৌদি চাঁদ দেখার ওপর নির্ভরশীল)
এ বছর ৭০টি হজ এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিচ্ছে।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে
আপনার মতামত লিখুন :