AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সূরা আল - ফালাক বাংলা অর্থ ও উচ্চারণ সহ


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
০৭:৪৫ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সূরা আল - ফালাক বাংলা  অর্থ ও উচ্চারণ সহ

সূরা আল-ফালাক কুরআন মাজিদের ১১৩ নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৫ টি। সূরা আল-ফালাক এর বাংলা অর্থ- নিশিভোর।

সূরা আল - ফালাক

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অসিম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

قُلْ أَعُوذُ بِرَ‌بِّ الْفَلَقِ

কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্বি

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

مِن شَرِّ‌ مَا خَلَقَ

মিন্ শার রিমা-খলাক্ব

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ‌ غَاسِقٍ إِذَا وَقَبَ

অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

وَمِن شَرِّ‌ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

অমিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বদ্

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

وَمِن شَرِّ‌ حَاسِدٍ إِذَا حَسَدَ

অমিন্ শাররি হা-সিদিন্ ইযা-হাসাদ্

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে ।

 

সূরা ফালাক এর ফজিলত
সাধারণত যেকোনো বিপদ–আপদ থেকে আল্লাহর কাছে নিরাপদ আশ্রয় চাওয়ার জন্য এই সুরা এবং এর পরের সুরা নাসের আমল সুন্নত। মহানবী (সা.)–ও বিপদে–আপদে ও অসুস্থতায় এই দুটো সুরার ওপর আমল করতেন।তাঁর ক্ষতি করার জন্য তাঁকে জাদু করে রশিতে ১১টি গেরো দেওয়া হয়েছিল। এই দুটি সুরার ১১টি আয়াত পড়ে সেই ১১টি গেরো খোলা হয়।

 

 

একুশে সংবাদ/এ

Shwapno
Link copied!