AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দোয়া-মুনাজাত শেষ করার নিয়ম


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:১৭ এএম, ২৬ অক্টোবর, ২০২৩
দোয়া-মুনাজাত শেষ করার নিয়ম

একজন মুসলিমের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি দোয়া করা। দোয়াকে ইবাদতের মূল বা মগজ বলে আখ্যায়িত করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।


হজরত আনাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ’ইবাদাতের মগজ বা মূলবস্তু। (তিরমিজি, ৩৩৭১, মুজামুল আওসাত ৩১৯৬, তারগীব ১০১৬)

 

আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাাম বলেন, মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই। (ইবনে মাজাহ, হাদিস,  ৩৮২৯)

 

যেভাবে দোয়া করতে বলেছেন নবীজি সা.


দোয়া করতে হয় প্রশান্তচিত্তে ও দৃঢ় মনে। দোয়া শুরু করার নিয়ম বা আদব হলো- শুরুতে আল্লাহ তায়ালার হামদ-ছানা (প্রশংসা) ও দরুদ শরিফের মাধ্যমে দোয়া শুরু করা। এরপর নিজের প্রয়োজন, নিজের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, সমাজ, যেকোনো অবস্থার জন্য দোয়া করবেন। এরপর শেষ করার সময়ও  আল্লাহ তায়ালার হামদ-ছানা (প্রশংসা) ও দরুদ শরিফের মাধ্যমে শেষ করার নিয়ম। এছাড়া চাইলে দোয়ার শেষে আমিন বলা যায়। তবে আমিন বলে দোয়া শেষ করতেই হবে এমন কোনো নিয়ম নেই। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত, ২য়-খণ্ড, ৩৪৫)

একুশে সংবাদ/স ক 

Link copied!