বিশ্ব কবিমঞ্চ এর আয়োজনে বহুভাষাবিদ আন্তর্জাতিক পন্ডিত ড. সৈয়দ মুজতবা আলী`র ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৩ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সাথে ছিল কবিতা পাঠ,গান ও মুজতবা আলী সাহিত্য পুরস্কার প্রদান অনুস্ঠান ইত্যাদি।বিশ্ব কবিমঞ্চ এর কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক কবি আনজীর লিটন।
প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও নির্মাতা গাজী রাকায়েত হোসেন, প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক কৃষ্ণ কান্ত বিশ্বাস।
আলোচনা করেন প্রফেসর ইন্দুপ্রভা দাস,ব্যারিস্টার আবু সালেহ আব্দুল্লাহ, লেখক চারুউত্তম বড়ুয়া, এডভোকেট গোলাম কিবরিয়া।
আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী লায়লা আফরোজ এবং বাদল সাহা শোভন।
কবিকন্ঠে কবিতা পাঠ করেন নাহার আহমদ, লিলি শেঠ, উম্মেল খায়ের, মোঃ মাহবুবুর রহমান,মৌটুসী খন্দকার,সিলেট নামা পাঠ করেন জালাল খান ইউসুফী,কবি কিবরিয়া আল্লামা, দিপন সরকার, চামিলি সিনহা। সংগীত পরিবেশ করেন মেহেদী পারভেজ। প্রবন্ধ উপস্থাপন করেন বহুমাত্রিক লেখক আব্দুল মতিন এর পক্ষে শাহিদা ইসলাম শিমু উদ্বোধনী সঙ্গীত পরিবেশ করেন চামেলী সিনহা চারু।
সঞ্চালনায় ছিলেন রূপালী বড়ুয়া।
অনুষ্ঠানে সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান করা হয়। গাজী রাকায়েত হোসেন ( চলচ্চিত্র মাধ্যমে) কবি আনজীর লিটন ( শিশু সাহিত্যে) কৃষ্ণ কান্ত বিশ্বাস( ভ্রমণ সাহিত্যে) ড. আজিজুল আম্বিয়া ( প্রবাসে ভ্রমণ সাহিত্যে) সুমা দাস (প্রবাসে কবিতায়)। উল্লেখ্য এই অনুস্ঠান লোক সমাগম ছিল স্মরণীয় ।আয়োজকদের প্রধান কবি পুলক কান্তি ধর জানান , তাদের এই সাহিত্যকর্ম চলতে থাকবে । এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :