লন্ডনের ব্রিকলেইনের আমার গাঁও রেষ্টুরেন্টে সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬ টার সময় কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয় ।
মুইজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং মো. নুরুল ইসলাম কিসলুর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো.জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, টেংরা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খান, মো.আবু সিদ্দিক, মো. মইনুল ইসলাম, মো জাহাঙ্গীর মাসুক, মো. ওয়ারিছ আলী অলিল,মো. কবির মিয়া,মো. রাজু আহমদ পারভেজ, মো.জাহাঙ্গীর বখত, মো.কয়ছর আহমদ চৌধুরী,মো. আব্দুল মালিক, মো. আব্দুর রব, সাইফুর রহমান বাসিক,কয়েছ আলম চৌধুরী, জাকির আক্তারুজ্জাম খান, মো. খায়রুল ইসলাম, জুনেদ আহমদ শিপু, শেখ দেলোয়ার হোসেন,মো. আরমান আলী, বেণু দেব,নিয়ামত খান,মো ফায়েন বেগ প্রমূখ।
সভায় সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও দাবী আদায়ের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়-
১। সকলকে উজ্জীবিত করে উদ্যোমী ও উদ্যোগী ভূমিকা গ্রহণের মাধ্যমে দাবী আদায় ও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করা।
২। প্রবাসী রাজনগরী গুণীজনদেরকে সংবর্ধিত করা।
৩। ‘খুঁজে নাও তোমার পড়শীকে’ প্রোগ্রামের আওতায় সংগঠনের পক্ষ থেকে রাজনগর ডাইরেক্টরি প্রকাশের উদ্যোগ গ্রহণ করা।
দীর্ঘ সময় ধরে সভা চলার পর সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং পরিশেষে সকলে মিলে ডিনার টেবিলে ‘রাজগল্পে’ মেতে উঠেন।
একুশে সংবাদ/আ.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :