AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট



মালদ্বীপে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মালদ্বীপের জাতীয় একুভেনী ক্রিকেট ও ফুটবল প্রেকটিস মাঠে অনুষ্ঠিত হয় মাজিয়া সার্ভিস প্রাইভেট লিমিটেড এর ফুটসাল কাপ-২৩ টুর্নামেন্ট।

 

 শুক্রবার (১৭ই মার্চ) থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপি প্রবাসীদের ফুটবল টুর্নামেন্টের ২১ মার্চ রাত বারোটায় ছিলো আনুষ্ঠানিক পুরুষ্কার বিতরনীয় অনুষ্ঠান।

 

রয়েল টাইগার এবং সার্ভিস টিম এর যৌথ আয়োজনে প্রীতি টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলংকান প্রবাসী ক্লাব সহ মোট ১৬টি টিম এই খেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর।

 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর এল ইন্টারন্যাশনাল এর সিও মো. হাদিউল ইসলাম, রয়েল টাইগার এবং সার্ভিস টিম এর চেয়ারম্যান কল ভিনো দেবরাজ ও হারি লাল, বিশিষ্ট ব্যবসায়ী নুরে আলম রিন্টু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড এর লোকাল ডিরেক্টর মো. হান্নান খান কবির, হাজী সাদেক, ফায়েজুর রহমান, শাহজালাল শিকদার, এম কেআর কামাল হোসেন, হাসান ইমাম, নুর আলম ভুঁইয়া, আনোয়ার হোসেন রাজু, রফিকুল ইসলাম, সহেল রানা, দেলোয়ার হোসেন, মো. সেলিম প্রমুখ।

 

১৭ই মার্চ শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৬টা নাগাদ চলা এই ফুটবল লীগে অংশগ্রহণ করা অন্যান্য দলগুলিকে হারিয়ে দিয়ে (সিলেট এস এস) ধারাবাহিক বিজয় এনে দেশের জন্য সত্যিকারভাবে অভাবনীয় সম্মান অর্জন করেন। বিজয়ী (সিলেট এস এস) দলের ক্যাপ্টেন মো. ফায়সাল পুরস্কার গ্রহন করে সবার উদ্দেশে বলেন, জাতিসত্তার গৌরব সমুন্নত রাখার জন্য প্রবাসী (সিলেট এস এস)-র সকল খেলোয়াড়রা সময় নির্বিশেষে ফুটবল খেলায় নৈপুণ্যে দেখিয়ে নিজেদের অবদান রেখেছেন। প্রবাসীদের এই ফুটবল ক্লাবটিকে আরো ব্যাপকভাবে সহযোগিতা করার জন্য আমাদের সবার এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন। এছাড়াও তারা উল্লেখ করেন, আমাদের (সিলেট এস এস) টিমের সকল খেলোয়াড়দের পক্ষ থেকে টুর্নামেন্ট আয়োজক ও উপস্থিতি সকল প্রবাসীদের ধন্যবাদ জানাই।

 

২১ মার্চ রাতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে (সিলেট এস এস) দলের ক্যাপ্টেন মো. ফায়সাল কে চ্যাম্পিয়নস ট্রপি হাতে তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব দুলাল মাতবর। রানার্সআপ (রয়েল টাইগার্স) দলের পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ আতাউর। এবং ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য ফাইনাল হন বিজয়ী দলের মোহাম্মদ মাসুম।

 

বিজয়ী দলের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব দুলাল মাতবর বলেন, প্রবাসে আমরা সবাই কর্মব্যস্তার মধ্যে থাকি। এই ব্যস্ততার মাঝেও একটু বিনোদনের জন্য প্রীতি ফুটবল ম্যাচে আপনারা যারা উপস্থিত হয়ে খেলায় অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এত সুন্দর ও মনোরম পরিবেশে খেলা উপভোগ করতে আশা সকল প্রবাসী ভাইদেরকে স্বাধীনতার মাসের শুভেচ্ছা জানাচ্ছি। উক্ত খেলায় বাংলাদেশি প্রবাসী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একুশে সংবাদ.কম/ও.ফা/বি.এস

Shwapno
Link copied!