AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজই লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৯ এএম, ৫ ডিসেম্বর, ২০২৫

আজই লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজই লন্ডন নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সকাল ১০টার পর কাতার থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হতে পারে।

এদিকে কাতারের আমির প্রেরিত এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে এর আগমনে দেরি হতে পারে।

অন্যদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তার ফ্লাইট ছেড়েছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

ঢাকায় পৌঁছে ডা. জুবাইদা রহমান সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে যোগ দেবেন এবং শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরে যাবেন। এতে করে পুরো প্রক্রিয়া মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনগামী যাত্রা শুক্রবার সকাল ১০টার পরও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির সূত্র জানায়, জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পরই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি চূড়ান্ত করা হবে। ফলে রওনা দিতে কয়েক ঘণ্টা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান,
“দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত মত অনুযায়ী আমরা আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে বিশেষ ব্যবস্থায় তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নিয়েছি। একাধিক বিদেশি চিকিৎসকও তার সঙ্গে যাবেন।”

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এরপর থেকে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!