AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মব হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছে না কেন: প্রশ্ন তারেক রহমানের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৬ পিএম, ১২ জুলাই, ২০২৫

মব হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছে না কেন: প্রশ্ন তারেক রহমানের

দেশজুড়ে সম্প্রতি ঘটে যাওয়া মব হামলা ও গণপিটুনির ঘটনার পেছনে সরকারের প্রশ্রয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১২ জুলাই) গুলশানের একটি হোটেলে ‘জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের’ সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “যারা এই ধরনের মব গড়ে তুলছে, তাদের কেন এখনও আইনের আওতায় আনা হচ্ছে না? তাহলে কি ধরে নেওয়া যায়, সরকার বা প্রশাসনের নীরব সম্মতি রয়েছে এদের কার্যক্রমে?”

তিনি বলেন, “নয় মাস আগেই আমি বলেছিলাম, দেশে কিছু অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে। এখন সেই অদৃশ্য শত্রুরাই প্রকাশ্যে আসছে। যারা অতীতে জনগণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা আবার সক্রিয় হয়ে উঠছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “অন্যায় যে-ই করুক, তাকে যেন প্রশ্রয় না দেওয়া হয়। সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বর্তমানে সরকার সে দায়িত্ব পালনে ব্যর্থ। বরং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, অপরাধীদের রক্ষা করা হচ্ছে।”

মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তুলে ধরে তিনি বলেন, “ঘটনার ভিডিও ফুটেজে যাকে মারতে দেখা গেছে, সেই ব্যক্তি এখনও ধরা পড়েনি—এটা অত্যন্ত আশ্চর্যজনক। তাহলে কি বুঝতে হবে, সরকার ইচ্ছাকৃতভাবে কিছু গোষ্ঠীকে পরিস্থিতি অস্থির করে তোলার সুযোগ দিচ্ছে?”

তারেক রহমান আরও বলেন, “অপরাধী যেই হোক না কেন, বিএনপি তাকে সমর্থন করে না। প্রশাসনের পুরনো এবং নতুন ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারলে রাষ্ট্র কাঠামো টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।”

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!