প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠককে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘মূল ইভেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বৈঠকের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “এই বৈঠকের মধ্য দিয়ে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে পারে। অনেক অমীমাংসিত ইস্যুর সমাধানের পথ খুলে যেতে পারে। এখন দেখার বিষয়, আমাদের নেতারা কীভাবে বিষয়টিকে এগিয়ে নিয়ে যান।”
তিনি জানান, দলের পক্ষ থেকে তারেক রহমানকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণের জন্য। পাশাপাশি তিনি বৈঠকের সফলতা কামনা করেন।
যদিও আলোচনার নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, তবুও আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি আলোচনার মাধ্যমে দূর হওয়ার সম্ভাবনার কথা জানান বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। যদিও তারা রাজনৈতিকভাবে ততটা অভিজ্ঞ নন, তবে ব্যক্তি পর্যায়ে প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা রাখেন।”
একুশে সংবাদ/ ঢ.প/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

