শিগগিরই সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১২ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে। জনগণ আর সরকারকে দেখতে চায় না।
এ সময় হঠকারিতা বাদ দিয়ে আলোচনার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে সর্বগ্রাসী সংকট চলছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, একদিকে রাজনৈতিক সংকট আরেকদিকে অর্থনৈতিক সংকট। শিগগিরই সরকারবিরোধী আন্দোলন আরও বেগবান হবে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
