AB Bank
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ: কাদের


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:২৬ পিএম, ১০ মার্চ, ২০২৪
শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ: কাদের

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকালের স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এই নির্বাচনে আবার প্রমাণিত শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ।

ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনের পর বিএনপির মুখে, এ নিয়ে আর কোনো কথার যৌক্তিকতা থাকে না। বর্তমান রাজনৈতিক বাস্তবতার সাথে বিএনপির কোনো যোগসূত্র নেই। এই নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ।

তিনি বলেন, এমন অবাধ নির্বাচনের পরও নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার কোনো যৌক্তিকতা থাকে না। অনেক জায়গায় বিএনপি নেতারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন।

এ সময় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একই সময়ে সিঙ্গাপুরে থাকলেও বিএনপি মহাসচিব ও পিটার হাস কারও সঙ্গেই দেখা হয়নি।

তিনি বলেন, যতদিন শেখ হাসিনার হাতে আছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রয যে মন্তব্য করেছে তার সাথে ইউরোপীয় ইউনিয়ন কিছুটা সুর মিলিয়েছে জানিয়ে তিনি বলেন, এখন বিশ্বনেতারা কী বলছেন, তা দেখতে হবে।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

Link copied!