জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে কার্যনির্বাহী সংসদের সদস্যরা অংশ নেবেন।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জরুরি সভাটি অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যরা অংশ নেবেন। আর সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

