আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন জামায়াতের বি টিম হিসেবে কাজ করছে। দলটি মানবাধিকার দিবসে একটা বিশৃঙ্খলা তৈরির প্ল্যান নিয়ে এগোচ্ছে। জামায়াতকে সঙ্গে নিয়ে এ বিশৃঙ্খলা করতে চায়।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির আসন বন্টনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কথা বলার আগে আমি কি করে বুঝি। আগে কথা বলি, দেখা দেখি হোক, চোকা চোকি হোক, মোখা মুখি হোক, অ্যাটিচিউডটা কার কি বুঝি, বডি ল্যাঙ্গুয়েজটা বুঝি, কথা বার্তা বুঝি তারপরেতো, স্বিদ্ধান্ত নেওয়ার আগে কি করে বলতে পারি?
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

