৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই ডিসেম্বর) দুপুরে দেশের বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সারাদেশে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১০ই ডিসেম্বর শোভাযাত্রা ও আলোচনা সভার প্রস্ততির লক্ষ্যে এ আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মহাসচিব সেহলী পারভীন, আয়োজনে ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মুখপাত্র ফয়সাল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ বরিশাল, খুলনা, কুমিল্লা, রংপুর, লালমনিরহাট, ফরিদপুর, সদরপুর, দিনাজপুর, নাটোর, কক্সবাজার, উখিয়া, টেকনাফ, চট্রগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, গাজীপুর, টাঙ্গাইল মধূপুর, নারায়ণগঞ্জ, গাইবান্ধা কমিটিসহ সকল কমিটির সিনিয়র নেতৃবৃন্দ মতবিনিময় উপস্থিত ছিলেন।
সভা শেষে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন এর গর্ভধারিনী মাতা প্রয়াত কাজী নূরজাহান বেগম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা করা।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

