গত ৩০ নভেম্বর থেকে রাজনীতির মাঠে আলোচনায় আসা ব্যারিস্টার শাহজাহান ওমর ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।
নির্বাচন কমিশনের (ইসি) প্রার্থী তালিকায় শাহ জাহান ওমরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখা যায়। তবে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি।
এর আগে, রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা