দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাসক দলের মনোনয়নপত্র কিনেছেন ১২ কাউন্সিলর। প্রতি আসনে মনোনয়ন প্রত্যাশী ১১ জন। মনোনয়নপ্রত্যাশীর এ তালিকায় আছেন ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত এক ডজন কাউন্সিলর। এখন তারা দৌড়ঝাঁপে ব্যস্ত চূড়ান্ত মনোনয়ন পেতে। কেউ কেউ নির্বাচনে অংশ নিতে পদত্যাগের প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছেন।
দলীয় সমর্থনপ্রত্যাশী কাউন্সিলরদের দাবি, তারা দলীয় সমর্থন নিয়ে একাধিকবার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। প্রমাণ করেছেন তারা যোগ্য। এখন জনসেবার পরিধি আরও বাড়াতে সংসদ সদস্য পদে নির্বাচনে আগ্রহী। দল সমর্থন দিলে তারা নির্বাচনে অংশ নেবেন। অন্যথায় দল থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হবে, তাকে সমর্থন দেবেন তারা। এর মধ্যে কয়েকজন কাউন্সিলর দলীয় সমর্থন না পেলে স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
গত শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে সংগঠনটি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১২ জন কাউন্সিলর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সূত্র জানায়, এখন দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শুরু হবে। এ সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মনোনয়ন বোর্ডের সভায়ই চূড়ান্ত হবে আসন্ন সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হচ্ছেন কারা।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :