নির্বাচনের তফসিল ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। রাত ৯টার পর তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যান
বৈঠকের বিষয়ে দলটির এক সিনিয়র নেতা জানান, রাষ্ট্রপতি ডেকেছেন জি এম কাদেরকে। তাই তার সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গিয়েছিলেন। তবে বৈঠকের বিষয়ে তিনি কিছু জানাননি।
এদিকে নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে দলের কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের অংশগ্রহণে যৌথসভা করেছেন জি এম কাদের।
তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক অবস্থায় জাতীয় পার্টি এখনও মনে করে সংলাপের সুযোগ আছে। যুক্তরাষ্ট্র যেহেতু সবাইকে চিঠি দিয়েছে, তাই আমরা আশা করছি বিএনপিও সংলাপে অংশ নেবে।’
এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনান্ড লু’র চিঠির বিষয়েও মন্তব্য করেন তিনি।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :