AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুর চরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার তিন


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৯:৩৫ পিএম, ১৭ জুলাই, ২০২৫

লালপুর চরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার তিন

নাটোরের লালপুর মোল্লাপাড়া চরে টানা ১২ ঘন্টার অভিযানে অস্ত্র ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী কাকন গ্রুপের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্পের যৌথ একটি অভিযানীক দল। অভিযানে লালপুর মোল্লাপাড়া চর এলাকার সন্ত্রাসী সংগঠন কাকন গ্রুপ এর প্রধান কাকন এর ভায়রা আশরাফুল ইসলাম বাপ্পি (২৮), মেহফুজ হক সোহাগ (৩৯), ও মোছাঃ রোকেয়া (৫৫), নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশি ও বিদেশী অস্ত্র , গোলাবারুদ ও মাদক পাওয়া যায়। জব্দকৃত পাকিস্তানি রিভলভার (.২২ মিমি), ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), ডাবল ব্যারেল শাটার গান (১২ মিমি গেজ), ৩৯ রাউন্ড ৭.৬৫ মিমি বল অ্যামো, ৯ রাউন্ড .২২ মিমি বল অ্যামো, ১টি ৭.৬৫ মিমি এফসিসি, ১টি ১২ মিমি গেজ শট শেল এফসিসি, ৮৬টি ইয়াবা ট্যাবলেট, ১৭টি দেশীয় রামদা, ১টি ফোল্ডিং সুইস নাইফ, ৫ বোতল ফেন্সিডিল, ২টি গাঁজার গাছ, ৬ গ্রাম গাঁজা, মাদক সেবনের উপকরণ, নগদ ১২,৫৬,৩১২ টাকা, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৫টি বাটন ফোন, ১টি সেচ পাম্প, ১টি জেনারেটর , ১টি ক্রেডিট কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি এনআইডি কার্ড, ৩টি চেক বই, ১টি মানুষের খুলি, ৩টি ইঞ্জিনচালিত নৌকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শীর্ষ সন্ত্রাসী কাকন গ্রুপের অত্যাচারে নিষ্পেশিত ছিল সাধারন জনগন। কৃষকদের মারধর করে ফসল কেড়ে নেওয়া, জেলেদের অস্ত্রের মুখে মাছ ছিনিয়ে নেয়া, প্রতিটি বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজি, চরে ত্রাস সৃষ্টি করা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে এই কাকন গ্রুপের বিরুদ্ধে। চাঁদাবাজি ও লুটপাটের টাকা ভাগাভাগি হতো কাকন গ্রুপ, আরআরপি ফিড মিল ও বিজলি মালিথা গ্রুপের মধ্যে। 

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে কাকন গ্রুপের তিনজনকে আটক করে এবং তাদের কাছে থাকা দেশী - বিদেশী অস্ত্র ও মাদক এবং সকল জব্দকৃত মালামালসহ আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন। 

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!