দুদিন বিরতি দিয়ে চতুর্থ বারের মতো আবারও আগামী ১২ ও ১৩ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করছে গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলটি ।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সংবাদ সম্মেলনে বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। সেভাবেই এগোচ্ছে। জনগণের চাওয়াকে মূল্যায়ন না করে এখন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা চাই দেশের মানুষ যেন তাদের ভোটের অধিকার ফিরে পায়। সেই অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করে আসছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ নভেম্বর রবি ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের শরিক দলের নেতারা।
এর আগে, আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও তাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
একুশে সংবাদ/ব.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

