বিএনপির কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারই যদি অবৈধ হয় তারপরেও কেন খালেদা জিয়ার জন্য বার বারই আবেদন করে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।
রাজপথ দখল করার কোনো অধিকার বিএনপির নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, যারা আগুন দিতে আসবে তাদের হাত পুড়িয়ে দেয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সন্ত্রাসী দল, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। সুযোগ পেলেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তাদের হাতে ভোট, গণতন্ত্র এবং স্বাধীনতা নিরাপদ নয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেদিন আর বেশি দূরে নয়, বিএনপির রাজনীতি গোরস্থানে চলে যাবে।
বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে এখন ঘরে ঘরে বিদ্যুৎ, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু। শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এই আলো নিভে যাবে।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :