‘জুলাই গণহত্যা’ সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আগামী সোমবার (১২ মে) তদন্ত প্রতিবেদন প্রকাশ ও আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিলের বিষয়ে সংবাদমাধ্যমকে ব্রিফ করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এ মামলার প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সোমবার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে।
প্রথমদিকে শুধু শেখ হাসিনাকে আসামি করে তদন্ত শুরু হলেও, পরবর্তীতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকেও অভিযোগের আওতায় আনা হয়।
গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।
২০২৩ সালের ১৭ ডিসেম্বর দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়, সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে পরিকল্পিতভাবে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। অভিযোগ অনুযায়ী, ওই অভিযানে সরকারি বাহিনীর হাতে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান।
এই ঘটনার জের ধরেই ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার প্রায় ১৫ বছরের শাসনামলের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু করে।
একুশে সংবাদ/ স.ট/এ.জে
আপনার মতামত লিখুন :