AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৫ এএম, ১২ মে, ২০২৫

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের ইতিহাসে প্রথমবার আয়োজন করা হয়েছে জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে "সিভিল সার্জন সম্মেলন"। দুই দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মেলনের কার্যপর্ব অনুষ্ঠিত হবে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর জেলা প্রশাসকদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হলেও স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে এই ধরনের আয়োজন এবারই প্রথম। দেশের ৬৪ জেলার সিভিল সার্জনরা ইতোমধ্যে তাদের এলাকায় স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ ও প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। সম্মেলনে তা নিয়ে বিশদ আলোচনা হবে।

উদ্বোধনী অধিবেশনে দেশের স্বাস্থ্যখাতের সংকট তুলে ধরে বক্তব্য দেবেন দুইজন জেলা সিভিল সার্জন। সম্মেলনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের করণীয়, গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবা জোরদার, টিকাদান কর্মসূচির বাস্তবায়ন, জনবল ও অবকাঠামোর সংকট, বাজেটের সুষ্ঠু ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ।

এ ছাড়া জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর বিষয়েও প্রস্তাব উপস্থাপিত হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ সম্মেলনের মাধ্যমে সেবা ব্যবস্থার ত্রুটি চিহ্নিত করে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হবে। জনগণের সন্তুষ্টি অর্জন এবং স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করাই সম্মেলনের মূল উদ্দেশ্য।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Shwapno
Link copied!