আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ হাসিনাকে এতিম করেছে, সেই একই বুলেট বেগম জিয়াকে ১৯৮১ সালের ৩০ মে বিধবা করেছে। ভুলে গেলে চলবে না। এটাই ইতিহাস।
তিনি বলেন, জিয়াউর রহমানের আশকারা না পেলে খুনিরা ৭৫`র ১৫ আগষ্ট ঘটাতে সাহস পেত না আমি মনে করি।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে রমনার আইইবি চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান ১৯৭৫ সালে শেখ হাসিনাকে মারতে পারেনি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে হাওয়া ভবনের যুবরাজ তার ছেলে তারেক রহমান।
তিনি বলেন, পলাশীর প্রান্তরে বাঙালিকে যে মীরজাফরের দল পরাজিত করেছিল, তেমনি ৭৫ এ জিয়া-মোস্তাকগং পরাজিত করে বাঙালিকে। সেদিনের বিশ্বাঘাটক ছিলেন মিরজাফর। আর ১৫ আগষ্ট ও জাতীয় চার নেতা হত্যাকান্ডের মাস্টার মাইন্ড ছিলেন বিশ্বাসঘাটক মুশতাক ও জিয়াউর রহমান।
সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাশে চাকুরি দিয়েছেন, দেশথেকে পালাতে সাহায্য করেছেন। পরবর্তীতে ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণতকরে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে ছিলেন।
বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে, লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না, বিএনপির আন্দোলনে জনগণ নেই আছে কেবল নেতাকর্মী।
তিনি আরও বলেন, জনগণ যে আন্দোলনে নেই সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি। বাংলাদেশেও হবে না।
বিএনপি নেতাদের উদ্দেশ করে কাদের বলেন, রাজনীতি করুন, তবে ষড়যন্ত্র করবেন না। রাজনীতি করুন, কিন্তু মানুষ পোড়ালে খবর আছে।
একুশে সংবাদ.কম/এসএপি
আপনার মতামত লিখুন :