বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলীয় মুখপত্র আমির হোসেন আমু বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সংবিধানের ধারাবাহিকতা নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। তাদের এ অপচেষ্টা বরদাশত করা হবে না।
তিনি বলেন, নির্বাচন ইস্যুকে সামনে রেখে বিএনপি সংবিধানকে পরিবর্তন করতে চায়। তাদের সকল সন্ত্রাসের বিরুদ্ধে ২ আগস্ট থেকে নানা কর্মসূচির মধ্যদিয়ে মাঠে থাকবে ১৪ দল। এর মধ্যে থাকবে মহাসমাবেশসহ বিক্ষোভ মিছিল।
সোমবার (৩১ জুলাই) বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানান তিনি। নিউ ইস্কাটস্থ তাঁর বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির সাথে কোন সংলাপ হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সংবিধানের ধারা বিশ্বাস করেনা, যারা রাজনীতির ধারা বিশ্বাস করেনা, আলোচনায় বিশ্বাসী না, যারা উৎখাতে বিশ্বাসী। তাদের সাথে কোন আলোচনা হতে পারনো।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয় নিয়ে কোন আলোচনা হয়নি। নির্বাচন কালীন সরকারের গঠন প্রক্রিয়া বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফযলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু,সাধারণ সম্পাদক শিরিন আখতার এবং সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সহ প্রমুখ।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :