‘সরকার বাঘের পিঠে চড়ছে। তাই তারা পথ খুঁজে পাচ্ছে না। সরকারের বাঁচতে হলে খালেদা জিয়ার কাছে মাফ চাইতে হবে। না হলে বাঁচার কোনো পথ নেই।’
শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত মহাসমাবেশে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজ দেশের মানুষ এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নেতা খুঁজে পেয়েছেন। আর সে নেতা হলেন তারেক রহমান।’
তিনি আরো বলেন, ‘আজ বিদেশিরা আমাদের যে গণতন্ত্রের সবক দেন, এটি আমাদের জন্য লজ্জার। দেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য খালেদা জিয়া, তারেক রহমানের কোনো বিকল্প নেই।’
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :