সরকার জনগণের মুখ বন্ধ করতে নানা পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এর থেকে মুক্তির জন্য শ্রমিকদেরই এগিয়ে আসতে হবে।
সোমবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, ‘গণমাধ্যমের মুখ বন্ধ করে রাখা হয়েছে। কথা বললেই গুম করে দেয়া হচ্ছে। এর থেকে মুক্তির জন্য শ্রমিকদেরই এগিয়ে আসতে হবে। সামনে সংগ্রাম আছে, আন্দোলন আছে। তাই প্রস্তুত থাকতে হবে। যে অধিকার পেতে মুক্তিযুদ্ধ করেছি, সে অধিকার পেতে আবারও সংগ্রাম করতে হবে।’
শ্রমিক দিবসে শ্রমিকের অবস্থান সম্পর্কে তিনি বলেন, শ্রমিকরা অনেক খারাপ অবস্থানে আছে। তারা ক্রীতদাসে পরিণত হয়েছে। শ্রমিকের রক্ত চুষে উন্নয়ন করা হচ্ছে। শ্রম আইন বাস্তবায়নে সরকার এগিয়ে আসছে না।
সরকার গার্মেন্টস মালিকদের মাথায় তেল দিচ্ছে বলে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, এর কারণ হলো, তাদের কাছে নগদ টাকা পাওয়া যায়। আরএমজি খাতে প্রতিযোগিতার নামে শ্রমিকদের শোষণ করা হচ্ছে। শ্রমিকদের পুরোনো সময় ফিরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :