AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংলাপ চাইনি, আমরা চেয়েছি সরকারের পদত্যাগ: মির্জা আব্বাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫৪ পিএম, ৬ মার্চ, ২০২৩
সংলাপ চাইনি, আমরা চেয়েছি সরকারের পদত্যাগ: মির্জা আব্বাস

বিএনপি কোনো সংলাপে যাবে না উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা কোনো সংলাপ চাইনি, আমরা চেয়েছি সরকারের পদত্যাগ। অনেক চুরি করেছেন, অনেক ডাকাতি করেছেন। আপনারা এখন চলে যান। এ দেশের জনগণকে বাঁচান।’

 

সোমবার (৬ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ সকল কারাবন্দিদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

 

মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আর যারা নির্বাচনে যেতে চান বা যাবেন, তাদের কারো পা আস্ত থাকবে না।’

 

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাজনৈতিক আচরণ শিখুন। মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কখনও খারাপ কথা বলেননি।’

 

তিনি বলেন, ‘পুলিশের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। পুলিশের উন্নয়ন হবে, পুলিশের সন্তানরা ভালো থাকবে ভালো খাবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওই জায়গায় যদি পুলিশকে ঘুষ দেওয়া হয়, আওয়ামী লীগের কর্মচারীর মতো ব্যবহার করা হয়, তাহলে আমাদের আপত্তি রয়েছে। পুলিশকে পুলিশের আচরণ করতে হবে। আমরা ট্যাক্স দেই, আপনি (পুলিশ) গণতন্ত্র প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি আওয়ামী লীগের কর্মচারী নন।’

 

‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়’‘ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে আব্বাস বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে কখনও ভয় পায়নি। এ যাবৎকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি তিনবার ক্ষমতায় গিয়েছে। কিন্তু কখনও ভোট চুরি করে ক্ষমতায় যায়নি।’

 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন জানতে চেয়ে বিএনপির এই নেতা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তো আপনাদের দাবি, বিএনপির দাবি নয়। এখন আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন? আপনারাই তো নির্বাচনে ভয় পান। আপনারা নির্বাচনে ভয় পান এটাও সঠিক নয়। আপনারা এ দেশের জনগণকে ভয় পান। এ দেশের মানুষকে ভয় পান, কারণ আপনারা যে লুটপাট, চুরি করেছেন তার বিচার তো একদিন হবেই।’

 

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যোগাযোগ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/য/এসএপি

Link copied!