২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের দিন ঢাকায় বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এই আহ্বান জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন, আমরা তাদের অনুরোধ করব ঢাকা শহরে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। সারাদেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না।
সম্মেলন কেমন হবে তা জানিয়ে তিন বলেন, বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলন সাদামাটা হবে কোনো আলোকসজ্জা হবে না। সাজসজ্জাও হবে মঞ্চ কেন্দ্রিক সামান্য, যেটা না হলেই না কিন্তু উপস্থিতি হবে বিশাল।
এদিকে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও গুলি করে হত্যার প্রতিবাদে সারাদেশের সব বিভাগীয় ও জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
একুশে সংবাদ.কম/চট/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :