AB Bank
ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লোক হবে না বলেই সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় না বিএনপি: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৯ পিএম, ১ ডিসেম্বর, ২০২২
লোক হবে না বলেই সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় না বিএনপি: তথ্যমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে লোক হবে না বলেই সেখানে যেতে চায় না বিএনপি। তাই তারা সেখানে যেতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বুদ্ধিজীবী হত্যার নীলনকশার দিন ১০ ডিসেম্বর কেন বিএনপির সমাবেশ’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেখানে (সোহরাওয়ার্দী) স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। সে কারণেও বিএনপি সেখানে সমাবেশ করতে চায় না। তারা নয়াপল্টনে করতে চায়।

 

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে তো তারা গাড়ি ভাঙচুর করতে পারবে না।

 

হাছান মাহমুদ বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। সেদিন আওয়ামী লীগও মাঠে থাকবে। অরাজকতা করলে ছাড় দেয়া হবে না। পল্টনে সমাবেশ করার নামে অরাজকতা করলে সরকার কঠোর হাতে দমন করবে। এই অপশক্তিকে রুখতে হবে।

 

একুশে সংবাদ.কম/চট/জাহাঙ্গীর

Link copied!