বিএনপির শব্দ বোমায় আওয়ামী লীগ আতঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, বিএনপি যে শব্দ বোমা নিক্ষেপ করছে এ শব্দ বোমায় আমরা আতঙ্কিত নয়। তবে আমরা তাদের অনুরোধ করব, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ একটি চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
আওয়ামী লীগের ২২তম সম্মেলন উপলক্ষে মঞ্চ উপ-কমিটির সদস্যরা মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে পরিদর্শনে যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, যেমন করোনা মোকাবিলা করে সফল হয়েছেন। এই বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। কাজেই এ মুহূর্তে জনগণের মধ্যে কোনো আতঙ্ক ছড়ানো উচিত নয়।
তিনি বলেন, আমাদের সম্মেলনগুলো কারো সঙ্গে, কারো দিকে তাকিয়ে নয়, এটা আমাদের সাংগঠনিক কাজ। আমরা আমাদের সংগঠনের নিয়ম নীতি অনুসরণ করে এ সম্মেলনের আয়োজন করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের চর্চা করে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর, এ সম্মেলন সময়োপযোগী। সেই সঙ্গে অন্যান্য সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ সকল কমিটিরও সম্মেলন হবে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/সফি.প্রতি/পলাশ
আপনার মতামত লিখুন :